প্রকাশিত: Sat, Aug 5, 2023 9:02 PM আপডেট: Mon, Jan 26, 2026 2:21 AM
[১]দুর্নীতির দায়ে ৩ বছর জেল হওয়ার পর ইমরান খান গ্রেপ্তার [২]সমর্থকদের রুখে দাঁড়ানোর আহবান
ইকবাল খান: [৩] অবৈধভাবে রাষ্ট্রীয় উপহার সামগ্রী বিক্রির দায়ে পাকিস্তানের ইসলামাবাদের একটি আদালত শনিবার(৫ আগস্ট) পিটিআই প্রধান ইমরান খানকে অভিযুক্ত করে তিন বছরের সাজা ঘোষণার পর লাহোরে জামান পার্কস্থ বাসা থেকে পাঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডন অনলাইন/বিবিসি/আলজাজিরা।
[৪] তিন মাসের মধ্যে শনিবার ইমরান খান দ্বিতীয়বার গ্রেপ্তার হলেন। এর আগে গত ৯ মে তিনি গ্রেপ্তার হওয়ার পর পাকিস্তানজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হয়েছিল। সেসময় সেনা সদর দফতরও হামলার শিকার হয়েছিল। তবে এবার গ্রেপ্তারের পর কোন ধরণের সহিংস ঘটনা ঘটে নি।
[৫] ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে বিদেশ সফরকালে প্রাপ্ত উপহার সামগ্রী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১৪ কোটি রুপিতে(৪লাখ ৯৭ হাজার ৫শ ডলার) বিক্রি করেন।
[৬] লাহোরের পুলিশ প্রধান বিলাল সিদ্দিক খামিয়ানা ইমরান খানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রয়টার্সকে জানান, সাবেক প্রধানমন্ত্রীকে ইসলামাবাদে প্রেরণ করা হবে। পরবর্তীতে ইমরান খানকে রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় আদিয়ালা কারাগারে অন্তরীণ রাখা হবে।
[৭] গ্রেপ্তারের আগে সামাজিক গণ মাধ্যম এক্স(টুইটার)-এ পোস্ট করা এক রেকর্ডেড ভিডিও বার্তায় পিটিআই প্রধান ইমরান খান তার সমর্থকদের রাস্তায় নেমে এসে প্রতিবাদ করার আহবান জানান। তিনি তার বার্তায় বলেন, ‘আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, একটাই আবেদন। ঘরের মধ্যে নিরবে বসে থাকবেন না। আমি যে সংগ্রাম করছি তা আমার জন্যে নয়, আমার দেশের জন্যে, আপনাদের জন্যে, আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্যে।’ তিনি আরও বলেছেন, ‘আপনারা যদি আপনাদের অধিকারের জন্যে রুখে না দাঁড়ান তাহলে ক্রীতদাসের মত জীবন যাপন করতে হবে আর ক্রীতদাসের কোন জীবন থাকে না।’
[৮] ইমরান খানের আইনজীবি বলেছেন, ‘রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
[৯] শনিবার(৫ আগস্ট) ইসলামাবাদ আদালতে শুনানিকালে অতিরিক্ত জেলা দায়রা জজ হুমায়ুন দেলওয়ার রায় দেন যে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোশাখানা মামলায় দুর্নীতি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। ‘ইমরান খান পাকিস্তান নির্বাচন কমিশনে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভূয়া তথ্য পেশ করেছেন এবং দুর্নীতির জন্যে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি নির্বাচনী আইনের ১৭৪ ধারা অনুযায়ি পিটিআই প্রধানকে তিন বছরের সাজা প্রদান করেন।। ইসলামাবাদ আদালত একই সঙ্গে ইমরান খানকে এক লাখ রুপি জরিমানা করেছেন।
[১০] অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের আদেশ কার্যকর করার জন্যে রায়ের একটি কপি ইসলামাবাদ পুলিশ প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
[১১] শনিবারের শুনানির আগে আদালত প্রাঙ্গণের বাইরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। আদালত কক্ষে কেবলমাত্র আইনজীবিদের প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে সকাল সাড়ে ৮ শুনানি শুরুর সময় ইমরান খানের আইনজীবিরা উপস্থিত না থাকায় বার বার অসন্তোষ প্রকাশ করেন। জজ কয়েকবার সময় দেন ইমরানের আইনজীবিদের হাজির হওয়ার জন্যে। পরবর্তীতে দুপুর সাড়ে ১২ টার দিকে রায় ঘোষণা করেন।
[১২] ইমরানের বিরুদ্ধে তোশাখানার মামলাটি করে পাকিস্তান নির্বাচন কমিশন। পাকিস্তানের আইন অনুযায়ি আদালতের এই রায়ের ফলে আগামী পাঁচ বছর ভোটে লড়তে পারবেন না ইমরান খান। চলতি বছরেই দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা।
[১৩] ইমরান খান বুধবার(২ আগস্ট) বিবিসি হার্ডটক অনুষ্ঠানে বলেছিলেন, চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন নিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী ‘প্রচণ্ড ভীত’ হয়ে পড়েছে। তিনি বলেন, পাকিস্তান ‘অঘোষিত সামরিক আইনে’ চলছে এবং অভিযোগ করেন যে ‘ফ্যাসিবাদীরা’ একে ‘অন্ধকার যুগের’ দিকে নিয়ে যাচ্ছে।
[১৪] ২০১৮ সালে ইমরান খান নির্বাচিত হবার পর চার বছরেরও কম সময় ক্ষমতায় ছিলেন। সংসদীয় অনাস্থা ভোটে গত বছর তিনি ক্ষমতাচ্যুত হন। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই কেবল স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে